Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জের আলোচিত বিল্লাল হোসেন ওরফে বিলু (৪৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কেডি ফারুককে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে ফারুককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেছে।

আটক ও প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন, থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। 

গ্রেফতারকৃত ফারুক উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ওয়াহিদের ছেলে। সে আলোচিত বিলু হত্যার এজাহারভুক্ত আসামি ছিল। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল হক ও (এস.আই) জহুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় কেডি ফারুককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, শুক্রবার দুপুরে ফারুক ছাড়াও মাদক ও অন্যান্য মামলার আরো ১০ জনকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, প্রায় ২৩ বছর আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ১৯৯৫ সালে উপজেলার ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন ওরফে বিলুকে খুন করা হয়। ঘটনার পর বিল্লালের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা (নং ০৩/১২/৯৫) দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা মামলায় অভিযুক্ত ১৩ জনের নামে গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর চলতি বছরের ২৩ এপ্রিল ওই মামলার রায় ঘোষণা করেন, গাজীপুরের অতিরিক্ত  জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া। ১৩ জন আসামির ফাঁসির আদেশ ছাড়াও প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক ছিল। এদের মধ্যে কেডি ফারুক একজন। 

 

 


 

Bootstrap Image Preview