Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রার্থিতা ফিরে পেলেন চিত্রনায়ক সোহেল রানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ঢাকাই চলচ্চিত্রের নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

শুক্রবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। গতকাল (বৃহস্পতিবার) আপিল শুনানিতে ৮০ প্রার্থী বৈধতা পেয়েছেন। এ ছাড়া বাতিল বা খারিজ হয়েছে ৭৬ প্রার্থীর আবেদন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সোহেল রান। সেই মোতাবেক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে প্রথমে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর আগে গত ২৮ নভেরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েছে ৭৮৬টি, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯টি।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

Bootstrap Image Preview