Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল মুক্ত দিবস   

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview


বর্ণাঢ্য র‌্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হল মুক্ত দিবস।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে দিবসটি পালন উপলক্ষ্যে একটি  র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র‌্যালিটি শেষ হয়। 

পরে সকল বীর শহীদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে ফুল দিয়ে পুস্পস্থবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে সিভিল সার্জন ডা. আশতোষ দাস, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে ভোর থেকে সাব-সেক্টর কমান্ডার মেজর মোতালেবের নেতৃত্বে মুক্তিবাহিনীর সদস্যরা পাক হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের উপর হামলা চালালে সুনামগঞ্জ শহর থেকে তারা পালিয়ে যায়।’

Bootstrap Image Preview