Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাখালীতে সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের হামলায় রাকিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাখালীর টিএনটি কলোনীতে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন এক ছাত্রলীগকর্মী নূর ইসলাম। আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, মহাখালীর টিএনটি কলোনীতে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর রাকিব নামে একজন মারা যান। গুরুতর আহত নুর ইসলাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রাকিব ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

বনানী থানার এএসআই নাজমুল বলেন, ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান সংগঠনের কর্মী নূর ইসলামকে নিয়ে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। রাত সোয়া ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

Bootstrap Image Preview