Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদের পাশ থেকে ৬টি 'বোমা' উদ্ধার

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:২৫ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:২৬ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জেলার জীবননগর আশতলাপাড়া জামে মসজিদের পাশ থেকে সার্কিটসহ ৬টি বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় জনগণ এ বোমা উদ্ধার করে। পরে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর সভার ৮নং ওর্য়াডের আঁশতলা পাড়া জামে মসজিদ ও মসলেম উদ্দিনের বাড়ির মাঝা মাঝি গলির ভিতরের সিড়ির নিকটে একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে জড়ানো কাগজ দেখতে পেয়ে সন্দেহ যাগে। এ সময় স্থানীয় জনগণ কাছে গিয়ে দেখে একটি সার্কিটসহ ৬টি বোমা পড়ে আছে। বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থানে ছুটে আসেন।

মসলেম উদ্দিন নামক এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি সকালে ফজরের নামাজ শেষে বাড়িতে চলে যাই। পরে সকাল ৭টার সময় বাড়ির পাশের বেশ কয়েকজন আমার বাড়িতে যেয়ে বলে সিড়ির উপরে বোমামত কি রয়েছে। তাদের কথা শুনে আমি সেখানে যায় এবং দেখতে পাই একটি খবরের কাগজের মধ্যে লাল টেপ দিয়ে একটি সার্কিট ও বোমা রয়েছে। বিষয়টি আমি ওর্য়াড কাউন্সিলারকে জানাই।

৮নং ওর্য়াড কাউন্সিলার হযরত আলী জানান, সকালে মসলেম উদ্দিন আমাকে বোমার কথা বললে আমি ঘটনা স্থানে ছুটে আসি এবং বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানাই।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফৈরদৌস ওয়াহিদ বলেন, মসজিদের পাশে বোমা পাওয়া গেছে এই সংবাদের ভিক্তিত্বে ঘটনাস্থলে আসি। এখানে বোমা সদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে তবে বিশেষঞ্জ মতামত ছাড়া বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

Bootstrap Image Preview