Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইসিকে ধন্যবাদ জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২১ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমলগীর।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ন্যায় বিচার পেলে খালেদা জিয়াও প্রার্থীতা ফিরে পাবেন জানিয়ে তিনি বিএনপির অধিকাংশ প্রার্থী আপিলে ন্যায় বিচার পাওয়াকে বিজয় হিসাবে দেখছেন।

সরকার ভিত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনীভাবে নির্বাচনকে প্রভাবিত করছে বলে অভিযোগে করে ফখরুল বলেন, প্রতিশ্রুতি দিলেও এখনও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বিএনপির চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণার বিষয়ে তিনি বলেন, আজ সন্ধ্যায় আংশিক তালিকা ঘোষণা করা হবে।

প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আমি উনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮ শ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায় নি। তারা ভীত-সন্ত্রস্ত বলেই এসব কথা বলছেন।

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ করে দেয়ায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

Bootstrap Image Preview