Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলো বিসিবি একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:১১ PM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক মাত্র প্রস্তুতি ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। প্রথমে টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান করে ক্যারিবিয়ানরা।
৩৩২ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে ৪১ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান করে মাশরাফিরা । উইকেটে ছিলেন সৌম্য ১০৩ ও মাশরাফি ২২ রানে। আলো স্বল্পতার কারণে খেলা ৪১ ওভারেই শেষ করা হয়।ফলে ৫১ রানের জয় পায় টাইগাররা।

ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেন টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।এই দুই বাঁ-হাতি ব্যাটসম্যান মিলে করেন ৮১ রানের জুটি। এরপর চেস এর বলে হেটমায়ারের হাতে ২৭ রান করে ক্যাচ আউট হন ইমরুল। ভেঙে যায় জুটি। তখন ৯ ওভারের খেলা হয়েছে। প্রতি ওভারে রান রেট প্রায় দশ করে। এমন সময় তামিমকে সংজ্ঞ দিতে ব্যাটিংয়ে আসেন দলের আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

তামিমের সাথে ব্যাটে বলে দারুণ ছন্দে খেলতে থাকেন সৌম্য। এদিকে দীর্ঘ সময় ইনজুরিতে থাকা তামিম যেন রানের ক্ষুধায় মরে যাচ্ছিলেন। সেই ক্ষুধা মেটানোর জন্য ঝড় ব্যাটিং করতে থাকেন তিনি। ৭০ বলে ১৩ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন তামিম। কিন্তু সেঞ্চুরির পর আর নিজের ইনিংস দীর্ঘ করতে পারেননি তিনি। ৭৩ বলে ১০৭ রানে ফিরে যান সাজ ঘরে।

খেলা তখন ২৩ ওভার শেষ হয়েছে টাইগারদের স্কোর ২ উইকেটে ২০২ রান। এরপর ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ মিথুন। মাত্র ৫ রান করে তিনিও আউট হয়ে মাঠ ছাড়েন। দ্রুত এই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় টাইগাররা।এরপর ব্যাটিংয়ে আসেন আরিফুল হক। কিন্তু মিথুনের মতই তিনিও ব্যর্থ হন। বড় দুই ছক্কা হাঁকিয়ে তিনি বিষুর হাতে ক্যাচ আউট হন।

এদিকে এক পাশে থাকা সৌম্য তখন হাফ- সেঞ্চুরি করে ফেলেছে। কিন্তু ম্যাচ উইন করা সঙ্গী খুঁজে পাচ্ছেন না। যারা আসছেন তারাই কোন সময় না দিয়ে চলে যাচ্ছেন। এরপর মাশরাফিকে নিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন সৌম্য। খেলায় তখন ৪১ ওভারের মত গড়ায় টাইগারদের স্কোর ছিলো ৩১৪ রান ৬ উইকেটে।  পরে আলো স্বল্পতার কারণে ম্যাচ শেষ হয়।
টাইগারদের হয়ে রান করেছেনঃ তামিম ১০৭, সৌম্য ১০২, ইমরুল কায়েস ২৭, মিথুন ৫, আরিফুল ২১, মাশরাফি ২২,হৃদয় ০ ও  শামীম ৯ রান
বিসিবি একাদশের হয়ে উইকেট নিয়েছেনঃ নাজমুল ইসলাম অপু (২),রুবেল হোসেন (২), শামিম পাটুয়ারী(১), মেহেদী হাসান রানা(১), মাশরাফি (১)। 
বিসিবিঃ মাশরাফিন মর্তুজা(অধিনায়ক),তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস,রুবেল হোসেন,আরিফুল হক, নাজমুল হাসান,তৌহিদ হৃদয়, শাহিন আলম,আকবর আলী ,নাজমুজ সাকিব,শামিম পাটুয়ারী, মেহেদী হাসান ।

Bootstrap Image Preview