Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহার সীমান্তে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে হুমায়ন কবির (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ী আটক হয়েছেন।

আজ বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪২মেইন পিলার এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফ’র হাতে আটক হুমায়ন উপজেলার সীমান্ত এলাকা জালসুকা গ্রামের ছাবেত আলীর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে জালসুকা গ্রামসহ সীমান্ত এলাকার বেশ কিছু গরু ব্যাবসায়ী চোরাই পথে গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। সীমান্ত এলাকায় বিএসএফ’র কঠোর নজরদারী থাকায় তারা ওই রাতে দেশে প্রবেশ করতে না পেরে বৃহস্পতিবার রাতে দেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের রাঙ্গামাটি খুঁটাদহ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় বিএরএফ’র ধাওয়া খেয়ে সকলেই তাদের গরু ফেলে রেখে পুনরায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারলেও হুমায়ন বিএসএফ’র হাতে ধরা পড়ে। সকালে বিষয়টি জানা জানি হলে আদাতলা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার ভারতের বিএসএফ’র সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হন।

এবিষয়ে আদাতলা কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, তারা এবিষয়ে ভারতীয় বিএসএফ’র সাথে কথা বললে তারা জানান আটক হুমায়নকে ভারতের স্থানীয় জনগণ ধরে আমাদের নিকট জমা দিয়েছে। ফলে আটক ব্যক্তিকে ফেরত পাঠানো যাবে না। বিএসএফ আটক ব্যক্তিকে ভারতের মালদাহ জেলার বামন গোলা থানায় সোপর্দ করবে বলেও জানিয়েছে আদাতলা কোম্পানী কমান্ডার জানান। 

Bootstrap Image Preview