Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে নাঃ এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview


আমাকে কেউ দমিয়ে রাখতে পারেনি আর পারবেও না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বনানী চেয়ারম্যানের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছে আজকে হঠাৎ সাংবাদিকদের সামনে এসে এরশাদ বলেন, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছি। তারপরও আমরা বেঁচে আছি।

তিনি বলেন, 'আজ বলতে এসেছি, আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি পারবে না। এগিয়ে যাব আমরা। আমার বয়স হয়েছে চিকিৎসা করতে দিবে না, বাইরে যেতে দিবে না, মৃত্যুকে ভয় করি না।'

তিনি বলেন, জাতীয় পার্টি তোমাদের মধ্যে বেঁচে থাকবে, আমি বেঁচে থাকব, তোমাদের কোনো ভয় নেই। জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে এবারও নির্বাচন করবে।

এরশাদ বলেন, জাপার নতুন মহাসচিবকে দায়িত্ব দিয়েছি। তাকে সহযোগিতা করুন । পুরোনো মহাসচিবকে ভালোবাসেন, নতুনকেও ভালোবাসতে হবে । সব নির্ভর করছে দলের নেতাকর্মীদের উপর। কাউকে দল না ছাড়তে অনুরোধ করলেন তিনি।

জাতিয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি ২৭ বছর পার্টির জন্য লক্ষ মাইল পাড়ি দিয়েছি । শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ব্লাড শর্টেজ রয়েছে।

Bootstrap Image Preview