Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইপিএল নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩১ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩১ AM

bdmorning Image Preview


১৮ ডিসেম্বর ব্যাঙ্গালুরুর জায়গায় প্রথম বারের মতো জয়পুরে বসবে দ্বাদশ আইপিএলের নিলামের আসর৷ নিলাম প্রক্রিয়ায় এর মধ্যেই নাম নথিভুক্ত করেছেন মোট ১০০৩ জন ক্রিকেটার। এ তালিকায় আছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।আটটি ফ্র্যাঞ্চাইজি সম্মিলিতভাবে এবার সর্বাধিক ৭০জন ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে৷

এবছর মোট ১০০৩ জন ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম নথিভূক্ত করিয়েছেন৷ যাঁদের মধ্যে ৮০০ জন ক্রিকেটারের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি৷৮০০ আনক্যাপড ক্রিকেটারের মধ্যে ৭৪৬ জন ভারতীয়৷ ২০০ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে৷বিদেশী ক্রিকেটার সংখ্যা ২৩২ জন৷

বিদেশিদের তালিকায় সবচেয়ে বেশি ৫৯ জন খেলোয়াড় নিলামের জন্য নিবন্ধন হয়েছে দক্ষিণ আফ্রিকার। এরপর ৩৫ জন আছেন অস্ট্রেলিয়ার। ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের।নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ১৪, বাংলাদেশের ১০, জিম্বাবোয়ের ৫ জন। নতুন করে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানেরও আছে ২৭ জন ক্রিকেটার। এছাড়া আয়ারল্যান্ড, হংকং, আমেরিকা ও নেদারল্যান্ডসের ১জন করে ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম রেজিস্টার করিয়েছেন৷

আইপিএল নিলামে প্রতি বছর সর্বোচ্চ বেইস প্রাইজ থাকে ২ কোটি টাকা। তবে এবার কোনো ক্রিকেটারই এবার তাদের বেইস প্রাইস ২ কোটি টাকা নির্ধারণ করেননি। যুবরাজ সিং, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, স্পিনার অক্ষর প্যাটেল এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহা নিজেদের নূন্যতম মূল্য নির্ধারণ করেছেন এক কোটি টাকা৷

এছাড়া কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যকালাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কলিন ইনগ্রাম, ডার্সি শর্ট, ক্রিস ওকস, শন মার্শরা দু’কোটির সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন৷

Bootstrap Image Preview