Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোলায় ৪৫ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM

bdmorning Image Preview


ভোলায় জেলেদের জালে ৪৫ কেজি ওজনের ‘অলিভ রিডলে’ নামে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পরেছে।

আজ বুধবার ভোলার বাপ্তা ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার মেঘনা নদীতে জেলেদের পাতা জালে ধরা পরে এই বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ‘অলিভ রিডলে’ নামের কচ্ছপ।

সূত্রে জানা যায়, শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বিবিন্ন উপকূলীয় এলাকায় মা কচ্ছপ ডিম পাড়তে আসে। শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়। এ জন্য কচ্ছপগুলো নদীর কিনারে এসে ডিম পাড়ে। নদী থেকে তীরের দিকে আসার সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার জেলে আবু সাইদের পাতা জালে তা আটকে যায়। এসময় আবু সাইদ তা উদ্ধার করে বিক্রির চেষ্টা করছেন এমন সংবাদ শুনে বন বিভাগের কর্মকর্তার ঘটনাস্থলে গিয়ে আবু সাইদের কাছ থেকে বিলুপ্ত প্রায় ‘অলিভ রিডলে’ কচ্ছপটি উদ্ধার করে। এদিকে এ ঘটনার খবর শুনে ভোলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। 

ভোলা বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, মেঘনা নদীতে জেলেরা মাছ ধরার জন্য জাল পাতে। আর সেই জালে আটকা পড়ে জলপাই রঙা বিরল এই কচ্ছপটি। আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি।

তিনি আরো, বলেন এই প্রজাতির কচ্ছপ সাধারণত সমুদ্রে বসবাস করে। শীত শুরর সঙ্গে সঙ্গে এদের ডিম পাড়ার মৌসূম শুরু হয়। তাই এরা ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে বিভিন্ন উপকূলে উঠে আসে। পরবর্তিতে এই কচ্ছপটিকে নির্জন উপকূল চর কুকরি-মুকরিতে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

 

Bootstrap Image Preview