Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় আ.লীগ নেতা খুনের ঘটনায় কাউন্সিলরসহ আটক ২

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইছাহাক হোসেন (৭০) খুনের ঘটনায় কাউন্সিলরসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন ইছাহাক হোসেন।

এ ঘটনায় আজ বুধবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ইছাহাক হোসেন খুনের ঘটনায় জড়িত সন্দেহে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে লেটু ফকির (৪৫) ও তার বড় ভাই লোকমান হোসেনকে (৪৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতেই তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের নিহত ইছাহাক হোসেনের বাড়ির কেয়ারটেকার আনিকুল ইসলামকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে আজ বুধবার বিকেলে পত্নীতলা থানার ওসি পরিমাল চক্রবর্তী জানান, ইছাহাক হোসেনের খুনের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া খুনিরা ইছাহাক হোসেনের বাড়ির কেয়ারটেকার আনিকুলকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখেছিল। খুনিদের ধরতে সহায়তার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী প্রচারণা বিষয়ে সভা ছিল। সভা শেষে রাত পৌনে ১০টার দিকে ইছাহাক হোসেন ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির পথে রওনা হন। তার গাড়িটি নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় বাসার সামনে এসে পৌঁছালে গ্যারেজের গেট খুলে দেওয়ার জন্য চালক বার বার হর্ন বাজালেও কেয়ারটেকার কোনো সাঁড়া না দেওয়ায় ইছাহাক হোসেন দরজা খুলতে গাড়ি থেকে নামেন। এ সময় ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় গাড়ি চালক আসলাম হোসেন তাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই ইছাহাকের মৃত্যু হয়। গাড়ি চালক আসলাম পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকেলে নজিপুর পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় সাংসদ শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।   

Bootstrap Image Preview