Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার সিভিল সার্জন ডাঃ শামসুল হক।

উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা, মেডিকেল অফিসার ডাঃ মুশফিক রহমান, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদরত-ই-খুদা জুয়েল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাংবাদিক মাসুদ রানা প্রমূখ। 

Bootstrap Image Preview