Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পশ্চিমাঞ্চল রেলওয়ের ৭ দিনব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


‘আমাদের সাধনা-সেবা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা ও সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন হয়েছে।   

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জন্মবার্ষিকীতে পশ্চিমাঞ্চলের বৃহত্তম ঈশ্বরদী জংশন স্টেশনে ৭ দিনব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন করেন সংকেত, টেলিযোগাযোগ ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অসীম কুমার তালুকদার।

স্টেশন সুপার আব্দুল করিমের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় ষ্টেট অফিসার ইউনুস আলী, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী খায়রুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, রেল শ্রমিক লীগের সভাপতি রফিকুল হাসান স্বপন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ

 উদ্বোধন উপলক্ষে সকালে সাগরদাঁড়ি ও মধুমতি ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনকালে রেল নিরাপত্তা বাহিনীর ব্যান্ড বাদকদের বাদ্য যাত্রীদের আকৃষ্ট করে। এছাড়াও ষ্টেশনে একটি মেডিক্যাল ক্যাাম্পও স্থাপন করা হয়েছে।

এই জোনে ঈশ্বরদী, রাজশাহী, খুলনা, পার্বতিপুর, লালমনিরহাটসহ ৭টি স্টেশনে একযোগে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। আগামী ১০ই ডিসেম্বর পযর্ন্ত সেবা সপ্তাহ চলাকালে স্টেশনের এ্যাপ্রোচ রোড, প্লাটফর্ম ও ওভারব্রিজ, প্যাসেঞ্জার লাউঞ্জ, চলন্ত ট্রেনে পানি ও বিদ্যুত সরবরাহ নিয়মিত নিশ্চিতের ব্যবস্থার উদ্যোগ নেয়া হযেছে। 

Bootstrap Image Preview