Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ PM

bdmorning Image Preview


মীরসরাইয়ে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত কালো রঙের একটি গাড়ি (ঢাকা মেট্টো-চ, ১৬-১৯৬১) আটক করা হয়।

গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের উত্তর প্রান্ত থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ঢাকা জেলার বাড্ডা থানাধীন চান্দের টেক এলাকার আবুল হোসেনের ছেলে সোলাইমান (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রাসেল (২৭)। 

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার টহল দল স্থানীয় বারইয়ারহাটে উল্লেখিত গাড়িটিকে থামান। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির নিকটে থাকা ২ হাজার পিস ইয়াবা ও ব্যবহৃত গাড়িটি জব্দসহ আসামিদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত গাড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে বারইয়ারহাট থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview