Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ৬ মনোনয়ন বাতিল 

 নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের ৪ প্রার্থী এবং নাটোর-১ ও ২ আসনের দুই প্রার্থীসহ মোট ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ শাহরয়িাজ এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

বাতিল হওয়া প্রার্থীর মধ্যে নাটোর-২ (সদর) আসনে জেলা বিএনপি’র সভাপতি, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু রয়েছেন। অপর আসনগুলোর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ জন এবং নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে রয়েছেন ৪ জন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে সাম্যবাদী দলের বীরেন সাহার  মনোনয়ন বাতিল করা হয়। ফলে এই আসনের ১২ জন বৈধ প্রার্থী হলেন ইসলামী আন্দোলনের খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির ইব্রাহীম খলিল, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী সরকার, আব্দুস সালাম, মুসলীম লীগের মাকসুদুর রহমান, আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রাপ্ত শহিদুল ইসলাম বকুল, জাসদের ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির আবু তালহা, কৃষক-শ্রমিক-জনতা লীগের মনুজরুল ইসলাম বিমল, বিএনপির তাইফুল ইসলাম টিপু, কামরুন্নাহার শিরিন এবং আখচাষী নেতা আনছার আলী।

নাটোর-২ (সদর) আসনে মোট পাঁচ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বাতিল হয় ১ টি। মনোনয়পত্র বাতিল করা হয়েছে প্রার্থী হলেন জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এই আসনে বৈধ ঘোষণা করা চার প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীনী ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, জাতীয় পার্টির মজিবর রহমান সেন্টু এবং ইসলামী আন্দোলনের অ্যাডভোকেট আজিজার রহমান খান চৌধুরী আমেল।

নাটোর-৩ (সিংড়া) আসনে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত বৈধ প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, থানা বিএনপি সদস্য ও দমদমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মোস্তফা ওয়ালীউল্লাহ, বিকল্পধারার মঞ্জুরুল আলম হাসু এবং জাতীয় পার্টির উপজেলা কমিটির সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, জাতীয় পার্টির মাওলানা আনিসুর রহমান।

অপরদিকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মোট ১১ জন মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৪টি বাতিল ঘোষণা করা হয়। বাতিলকৃতরা হলেন, মুসলীম লীগের শান্তি রিবেরু, জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জাসদের জিএম আলম, স্বতন্ত্রপ্রার্থী জামায়াতের দেলোয়ার হোসেন।

এই আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন ন্যাপের হারুন-অর-রশিদ, ইসলামী আন্দোলনের বদরুল আমিন, আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস, বিএনপির জন গমেজ, কৃষক-শ্রমিক-জনতালীগের শহিদুল ইসলাম মুন্সি, বিএনপির আব্দুল আজিজ এবং বিএনপির অপর প্রার্থী মোজাম্মেল হক।

উল্লেখ্য, নাটোরের ৪ টি আসনে বিভিন্ন দলের মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

Bootstrap Image Preview