Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোটারের স্বাক্ষর জালের দায়ে জামায়াত নেতার মনোনয়ন বাতিল

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview


লালমনিরহাটে ভোটারদের স্বাক্ষর জাল করার দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজুসহ আরো ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে, জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

রবিবারই(২ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ৩ টি সংসদীয় আসনে জমা হওয়া ২৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ওই ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট-২ আসন থেকে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া লালমনিরহাট-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হাবিব মোঃ ফারুক, জামায়াত নেতা আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজু, লালমনিরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র পার্থী মাহবুবুল আলম মিঠু ও শামীম আহম্মেদ চৌধুরীর মনোনয়ন পত্রে ভোটাদের স্বাক্ষর জাল করায় তাদের মনোনয়ন বাতিল করেন, জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। 

লালমনিরহাট জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

Bootstrap Image Preview