Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে ১৯ মনোনয়ন বাতিল

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview


নীলফামারী জেলার চারটি আসনে ১৯জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে  যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন নীলফামারী-১ আসনে বিএনপির আহমেদ বাকের বিল্লাহ মুন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হোসেন সরকার, আব্দুস সাত্তার, মখদুম আজম মাশরাফী। নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এজানুর রহমান।

নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাদশা আলমগীর, গোলাম আজম এলিচ, আনসার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও গণফ্রন্টের মোজাম্মেল হক। নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেন সরকার, স্বতন্ত্র প্রার্থী সিকান্দার আলী, আখতার হোসেন বাদল, ফরহাদ হোসেন, রশিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম মিনহাজ, আমিনুল ইসলাম সরকার ও আমেনা কোহিনুর।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান, গত ২৮নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চারটি আসনে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে ১৯জনের প্রার্থীতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬জন প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, বাতিল হওয়া প্রার্থীগণ নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন সেখানেও প্রার্থীতা বাতিল হলে উচ্চ আদালতের স্মরণাপন্ন হতে হবে তাদের।

Bootstrap Image Preview