Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে চেয়ারম্যান-মেম্বার দ্বন্ধে তুলকালাম কাণ্ড

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে চেয়ারম্যান-মেম্বার দ্বন্ধে রীতিমত তুলকালাম কাণ্ড ঘটেছে উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদে।

আজ রবিবার দুপুরে একটি কারণ দর্শানো নোটিশকে কেন্দ্র করে পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালামের মধ্যে প্রথমে বাকবিতন্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে। তাতে যোগ দেন কালামের দুই ভাই সালাম ও কাদির। এ সময় চেয়ারম্যানের লোকজনের রোষানলে পড়েন তারা। কালাম ও তার দুই ভাইকে উদ্ধার করেন দুই ইউপি সদস্য।

খবর পেয়ে থানা পুলিশ তিনজনকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম অভিযোগ করে বলেন চেয়ারম্যান তাকে অপহরণের চেষ্টা করেছিলেন। 

একটি সূত্র জানায়, গত ২৫ নভেম্বর উন্নয়ন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় লামাকাজী ইউনিয়ন পরিষদে। সভায় উপস্থিত না থাকলেও একটি প্রকল্পের সভাপতি করা হয় ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালামকে। বিষয়টি জানতে পেরে ২৮ নভেম্বর বুধবার পরিষদে গিয়ে সচিবের সাথে কথা বলতে গিয়ে অসংলগ্ন আচরণ করেন তিনি। এই ঘটনায় রবিবার আবুল কালামের উপস্থিতিতে পরিষদের জরুরি সভায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বিষয়টি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও সদস্য আবুল কালাম। পরে পরিষদ থেকে ফেরার পথে ফের বাকবিতন্ডা ও হাতাহাতিতে জড়ান তারা। 

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, পরিষদের জরুরি সভা শেষে ফেরার পথে ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আমার উপর হামলা চালায়। এ সময় আমার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় সে। 

এ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আবুল কালাম বলেন, চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ ৫ জন ব্যক্তি আমাকে অপহরণ করে নিয়ে যেতে চায়। এ সময় ধস্তাধস্তি করে গাড়ি থেকে নেমে পড়ি।

থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনীভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


 

Bootstrap Image Preview