Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নারী ফোরাম সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা অক্তার ও ইউএসডিপি’র ডিএফ মোমেন খান।

কর্মশালায় নারী অধিকার আদায় ও নির্যাতিত নারীদের পক্ষে সমন্বিতভাবে কাজ করার জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহানকে সভাপতি, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠিত হয়েছে। 

আড়াই বছর মেয়াদের এ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শিরীন আক্তার রুমা, কোষাধ্যক্ষ মর্জিনা বেগম, সদস্য শিল্পী বেগম, সালমা বেগম, গোলেনুর জাহান, ফাহিমা, কাকলী, সোনিয়া, রানী বেগম, বিজলী রানী দাস ও উম্মে তামিমা বিথী। 
 

Bootstrap Image Preview