Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এর মধ্যে ইসলামী ঐক্যজোটের একজন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) একজন, বিকল্প ধারা বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন বাদ পড়েছেন।

রবিবার  (২ ডিসেম্বর) দিনব্যাপী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল করা হয়। ফলে জেলার পাঁচটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,

বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নরসিংদী-১ আসনে ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইসহাক।

নরসিংদী-২ আসনে হলফনামা না থাকায় জাসদের প্রার্থী জায়েদুল কবির, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ভুয়া সাক্ষর থাকায় স্বতন্ত্র প্রার্থী আলতামাশ কবির, একই কারণে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন আলী ও অসম্পূর্ণ হলফনামার কারণে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে অসম্পূর্ণ হলফনামার কারণে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া নরসিংদী-৫ আসনে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় স্বাক্ষরে গরমিলের কারণে স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুল ইসলাম বলেন, জেলার ৫টি আসনের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে বিভিন্ন শর্ত পূরণ না করায় ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। তারা আগামী ৫ তারিখ পর্যন্ত নির্বাচনের কমিশনের সচিব বরাবর আপিল করার সুযোগ পাবেন। আগামী ৯ তারিখ চুড়ান্ত প্রার্থী ঘোষণা ও ১০ তারিখ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। 

Bootstrap Image Preview