Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জের দায়িত্ব পেল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হারুন-উর-রশিদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব কামরুল ইসলাম।

আজ রবিবার ইসি থেকে গাজীপুরের সাবেক এসপি হারুনের ব্যাপারে ‘অভিযোগ নেই’ মর্মে চিঠি পাওয়ার পর এ পদক্ষেপ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দাবির পরিপ্রেক্ষিতে গত বুধবার নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব ইসিতে পাঠায়। নারায়ণগঞ্জের সদ্য সাবেক এসপি আনিসুর রহমানকে বর্তমানে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ গাজীপুর জেলার এসপি ছিলেন হারুন অর রশীদ। সেখান থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়।

এসপি হারুন অর রশীদ ২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ২১ এপ্রিল এসপি হারুন অর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করেন।

Bootstrap Image Preview