Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের মধ্যে কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম-৪ আসনে বিভিন্ন দলের ২৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রবিবার (২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এবিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোছা. সুলতানা পারভীন জানান, মনোনয়নপত্রে তথ্যগত ও হলফনামায় ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর মধ্যে কুড়িগ্রাম-১ আসন থেকে দাখিলকৃত ১০ জনের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা ওসমান গনির মনোনয়নপত্রটি বাতিল হয়।

কুড়িগ্রাম-২ আসনে দাখিলকৃত ১৫ জনের মধ্যে ৪ জন বাতিল করা হয়। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী সফিকুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সুফিয়ান, জাসদ প্রার্থী সলিমুল্লাহ ছলির সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার তিন বছর পূর্তি না হওয়ায় এবং সমাধান ঐক্য পার্টি নিবন্ধন না থাকায় বাতিল হয়েছে বীরপ্রতীক আবদুল হাই সরকারের মনোনয়নপত্রটি।

কুড়িগ্রাম-৩ আসন থেকে দাখিলকৃত ৯ জনের মধ্যে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবদুল খালেক ঋণ খেলাপী হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

কুড়িগ্রাম-৪ আসনের দাখিলকৃত ২৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্রটি বাতিল হয় নির্বাচন কমিশন নির্ধারিত ফরমের ৭ ও ৮নং কলাম পূরণ না করায়। জাকের পার্টির প্রার্থী শাহ আলম তার হলফ নামায় স্বাক্ষর না করায়, গণফোরামের প্রার্থী মাহফুজার রহমান দলীয় মনোনয়ন দাখিল না করায় বাতিল হয়।

এই আসন থেকে সর্বোচ্চ ১১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এরমধ্যে ১০ জন প্রার্থী মোট ভোটের এক শতাংশ ভোটারের স্বাক্ষর যথাযথভাবে দাখিল করতে না পারায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার।

তারা হলেন গণ জাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মণ্ডল ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বিএনপির বিদ্রোহী ঈমান আলী ও শাসসুল হক মৌলভী, জাপার বিদ্রোহী অধ্যক্ষ ইউনুছ আলী, জামাতের আবুল হাসেম ও মোস্তাফিজুর রহমান, বাবুল খান ও আবিদ আলভী জ্যাপ।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

Bootstrap Image Preview