Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে জাতীয় পার্টির মহাসচিবের মনোনয়নপত্র বাতিল

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview


ঋন খেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।

আজ রবিবার বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় রুহুল আমিন হাওলাদার ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এর আগে রবিবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাছাই এর সময় নির্ধারিত থাকলেও রুহুল আমিন হাওলাদারের আইনজীবী বিকেল ৪টায় বাছাই করার আবেদন জানান। সে প্রেক্ষিতে বিকাল ৪টায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়। 

Bootstrap Image Preview