Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:১৯ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের মধ্যে রাজশাহীর ছয়টি আসনে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বহাল রাখা রয়েছে ৩০ জনের মনোনয়নপত্র। 

আজ রবিবার সকাল ৯ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে শেষে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এর মধ্যে মামলার তথ্য গোপন করায় রাজশাহী-০১ (তানোর) গোদাগাড়ী আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপির সহসভাপতি ব্যারিস্টার আমিনুল হকের। তবে তার স্ত্রী আভা হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে ব্যারিস্টার আমিনুল হকসহ মোট আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমান, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা শাহাদাত হোসেন, স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দীন, শহিদুল করিম শিবলী, সুজা উদ্দীন, সাইদুর রহমান ও আলফাজ হোসেন(বাসদ)।

এই আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের।

রাজশাহী-০২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা ও পিপলস পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সিপিবির এনামুল হক, বিএনপির মিজানুর রহমান মিনু, সাঈদ হাসান, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান ও ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন।

রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৫জনের। এরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, নগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সাংসদ মেরাজ মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। এই আসনে মনোনয়ন বৈধ হয়েছে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আয়েন উদ্দীন, ইসলামী আন্দোলনের প্রার্থী ফজলুর রহমান, যুক্তফ্রন্ট্র প্রার্থী মনিরুজ্জামান, বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন ও সাম্যবাদী দল সাজ্জাদ আলীর মনোনয়ন।

রাজশাহী-০৪ (বাগমারা) আসনে মামলার তথ্য গোপন করায় প্রার্থীতা বাতিল হয়েছে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল গফুর ও যুক্তফ্রন্ট্রের প্রার্থী সিরাজুল করিমের। এখানে বৈধ প্রার্থী রয়েছেন বিএনপির প্রার্থী আবু হেনা, আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলাম।

রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রার্থীতা বাতিল হয়েছে চারজনের। ১০টি মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপি হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা নাদিম মোস্তফার, বিএনপি মহাসচিবের স্বাক্ষর না মেলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু বকর সিদ্দিক, দলীয় মনোনয়ন না থাকায় ওবায়দুর রহমান এবং চাকরি করায় ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমিনের প্রার্থীতা বাতিল হয়েছে। এখানে বৈধ প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের ডা. মনসুর রহমান, বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিএনপির মাহমুদা হাবিবা, আওয়ামী লীগের নেতা (স্বতন্ত্র) তাজুল ইসলাম মো. ফারুক, বিএনএফ এর প্রার্থী মখলেছুর রহমান, জাতীয় পার্টির আবুল হোসেন এবং জাকের পার্টির শফিকুল ইসলাম।

রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ ও বাংলাদেশ মুসলিমলীগ প্রার্থী আব্দুর রাজ্জাকের। বৈধ প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের শাহরিয়ার আলম, বিএনপির বজলুর রহমান, নুরুজ্জামান খান মানিক, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ ও জাতীয় পার্টির ইকবাল হোসেন।

Bootstrap Image Preview