Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উদযাপিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উদযাপিত হয়েছে। মাটিরাঙ্গা জোন ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।

রবিবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরজ নিকোশিয়ার পিএসসি। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরজ নিকোশিয়ার, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক ও সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম প্রমূখ বক্তব্য রাখেন।

পার্বত্য শান্তিচুক্তি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে বক্তারা বলেন, শান্তিচুক্তির ফলে পাহাড়ে সম্প্রীতির বন্ধন, মানুষে মানুষে ভাতৃত্ববোধ এবং পাহাড়ের মানুষ শান্তিতে বসবাসসহ উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে।

আলোচনা সভা শেষে পার্বত্য শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন পিপিএম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন প্রমুখ।

Bootstrap Image Preview