Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লজ্জাবতীর কত গুণ?

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


লজ্জাবতী লতা অনেকের কাছে অপরিচিত। কিন্তু লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এর আছে অনেক ঔষধি গুণ।

মিথুন দন্ডের শৈথিল্য: লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা দৃড় হয়। হারানো মিলন শক্তি ফিরে পেতে সাদা লজ্জাবতী গাছ খুবই উপকারী। কিন্তু কিভাবে ব্যাবহার করবেন? অনেকের কাছে গাছ যেমন অপরিচিত তেমনি তার ব্যবহারও।

যৌনি ক্ষতে : যে কোন কারনে যনিপথে ক্ষত হলে, প্রথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে, একটা আশটে গন্ক খনো বা একটু লালচে স্রাব হয়, এসব ক্ষেত্রে ‍চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে।

এক্ষেত্রে দুধ-জলে ‍সিদ্ধ করা লজ্জাবতীর কাথ দিনে ২ বার খেলে এ রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর ক্বাথ দিয়ে ডুশ দিলে বা যোনিপথ ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়।

Bootstrap Image Preview