Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিমন্ত্রী চুমকির হাতে সঞ্চিত অর্থ তুলে দিলেন গ্রামের নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর তার নির্বাচনী এলাকার বক্তারপুর ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করেছেন।

বিকেলে তার নির্বাচনি এলাকার কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া গ্রামে গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুর বাড়িতে এক উঠান বৈঠকে মিলিত হন। এ সময় ওই গ্রামের নারীরা প্রতিমন্ত্রী চুমকির হাতে একটি টাকার ব্যাগ তুলে দেন।

প্রতিমন্ত্রীর হাতে অর্থ তুলে দেওয়ার সময় নারীরাদের ও প্রতিমন্ত্রীর মধ্যে এক আবেকঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

ওই নারীরা জানান, সঞ্চিত টাকা থেকে তারা প্রতিমন্ত্রীর নির্বাচনি কাজে খরচের জন্য প্রিয় নেত্রী চুমকির হাতে তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী চুমকি নারীদের উদ্দেশ্য করেন বলেন, যাদের কষ্টার্জিত টাকা আমার হাতে তুলে দিয়েছেন, আমি আশা করছি এ টাকা ভাল কাজে ব্যয় করলে ভাল ফলাফল পাব ইনশাআল্লাহ। ঘোনাপাড়া গ্রামের মা-বোনদের এই ভালবাসার কথা আমি সারা জীবন মনে রাখব। আমি চিরকৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আপনারা দোয়া রাখবেন নৌকা মার্কায় আপনাদের দেয়া ভোটে আমি তৃতীয়বারের মত বিজয়ী হয়ে যেন আপনাদের একজন হয়ে দেশ ও দশের জন্য কাজ করতে এবং উন্নয়নের ধারা ধরে রাখতে পারি।

উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহিদুল কাদের পাপ্পুর পরিচালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview