Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তজুমদ্দিনে ৪ কিশোর ডাকাত আটক

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:২২ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:২৩ PM

bdmorning Image Preview


ভোলার তজুমদ্দিনের মেঘনায় ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের শরীর তল্লাশি করে জেলেদের কাছ থেকে নেওয়া মুক্তিপণের টাকাও উদ্ধার করে।  

থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ নভেম্বর) সকালে শশীগঞ্জ মাছঘাট থেকে সন্দেহজনক ৪ কিশোরকে জিজ্ঞাসা করলে তারা জেলে অপহরণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।  এসময় তাদের শরীর তল্লাশি করে মুক্তিপণের ৮ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাদপুর ইউনিয়নে মিন্টু মাঝির ছেলে মোঃ খোকন (১৬), ফারুক মাঝির ছেলে মোঃ শাকিল (১৭), ইব্রাহিমের ছেলে খোকন (১৭), সিরাজের ছেলে মোঃ রাহিম (১৫)। তাদের বিরুদ্ধে জেলে অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য আড়ৎদার নুর হাফেজ মেম্বার জানান, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে শশীগঞ্জ গ্রামের আঃ রব মাঝির ছেলে ফরহাদের নেতৃত্বে কয়েকজন মিলে মেঘনার সোনারচর এলাকা থেকে কবির মাঝি ও আব্দুল্যাহ মাঝি নামের দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মোবাইলে যোগাযোগ করে রাতেই ৩০ হাজার টাকা মুক্তিপণে বিনিময়ে বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকা থেকে মুক্তি পায় তারা।

এ ঘটনায় জড়িত ইব্রাহিমের ছেলে খোকনকে জেলেরা চিনতে পেরে পুলিশকে জানায়। 
 

Bootstrap Image Preview