Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্লাস বর্জন করে রাস্তায় অস্ট্রেলিয়ার হাজার হাজার শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জলবায়ু পরিবর্তন রোধে আরও বড় পদক্ষেপ নিতে অস্ট্রেলিয়ার হাজার হাজার শিশু ক্লাস বর্জন করেছে। এসময় তারা প্রধানমন্ত্রী স্কট মরিসনের পদত্যাগ দাবি করে। মেলবোর্ন, ব্রিসবেন, পার্থসহ আশেপাশের ৩০ এলাকার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার ক্লাস বর্জন করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে ক্যানবেরা ও হোবার্টের শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন করেছিলেন। তবে সেটিকে ভালোভাবে নেয়নি দেশটির সরকার। এ বিষয়ে স্কট মরিসন সংসদে বলেছিলেন, আমরা চাই শিক্ষার্থী স্কুলে শিখবে বেশি, আন্দোলন করবে কম।

শুক্রবার এক ছাত্র নেতা বলেন, এটা মাত্র শুরু। এটি আমাদের প্রথম প্রতিবাদ, একত্রিত হয়ে প্রথম আন্দোলন... কোনো পদক্ষেপ না নিলে আমরা আরও কর্মসূচি চালিয়ে যাব।

প্রথমসারির কার্বন নির্গমনকারী দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া। এ বছরের শুরুর দিকে দেশটির রক্ষণশীল সরকার জাতিসংঘের প্যারিস জলবায়ু চুক্তির প্রতি নিজেদের প্রতিশ্রুতি শিথিল করে।

Bootstrap Image Preview