Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮ কেজি ওজনের দৈত্যাকৃতির মোরগ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


মোরগ। ওজন প্রায় আট কেজি। সেটি না হয় মানা যায়। কিন্তু কল্পনাতেও ভাবা যায় না যে একটি মোরগ এত লম্বা হতে পারে। ৩ ফুট উচ্চতার দৈত্যাকৃতির এই মোরগটি এখন ,মাতিয়ে বেরাচ্ছে নেট দুনিয়া।

কসোভোতে এ মোরগটি দেখা গেছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের এ দেশটির একটি ফার্মে মোরগটি বড় হচ্ছে। এর নাম মেরাক্লি।

মোরগটি যে ফার্মে বড় হচ্ছে, তার মালিক কসোভোর ফিথিম সেজফিজাজ। তিনি জানান, মোরগটির সঠিক ওজন ৭.৭ কেজি। এটি ব্রাহ্ম চিকেন প্রজাতির। জাতটি মূলত চীন থেকে আমদানি করা হয়েছিল। পরে এই জাতের মোরগ যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়। বর্তমানে ইউরোপের বহু দেশেও দেখা যাচ্ছে এ জাতের মোরগ।

জানা গেছে, ব্রাহ্ম জাতের এ মোরগ সাধারণত গড়ে সাড়ে পাঁচ কেজি ওজনের হয়ে থাকে। কিন্তু মেরাক্লি ওজনেও বেশি, উচ্চতায়ও। মেরাক্লির ওজনের সমান ওজনের এ জাতের মোরগ আজও হয়নি বলে দাবি ফিথিমের।

মোরগটির মালিক জানান, মেরাক্লি ফার্মে দুটি মুরগির সঙ্গে থাকে। তাদের সঙ্গে সে খেলাধুলাও করছে। সে আক্রমনাত্মক নয়। একটু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে।

তিনি জানান, এ জাতের মোরগ সাধারণত খুবই প্রেমময় ও সুখী। এদের জীবনযাপন একটু ভিন্ন। এদের পায়ে অনেকটা ঝুটির মতো বড় বড় পাখনা। গলার নিচে পালক একটু বড় থাকে।

মেরাক্লির বিস্ময়কর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটা দেখে অবাক চোখে মাথায় নানা প্রশ্নও তুলছেন।

Bootstrap Image Preview