Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৌনে ২ ঘণ্টার বৈঠক শেষে কিছুই বললেন না ইইউ ইলেকশন এক্সপার্টরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৫০ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়। পৌনে দুই ঘণ্টার এ বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের ব্রিফ করেনি।

বৈঠক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা বিএনপির কাছে নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চান। বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্য ডেবিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক উপস্থিত আছেন।

আর বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির

সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। আর গতকাল বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জানিয়েছল, এবার তারা নির্বাচন পর্যবেক্ষণ করছে না।

এর আগে বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চার সদস্য। এ সময় প্রতিনিধিদলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

Bootstrap Image Preview