Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোশাক কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


গাজীপুরের ভবানীপুর এলাকায় শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে  শ্রমিকেরা। এ সময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে এন জেড গ্রুপের সিএ এ নীট ওয়্যার পোশাক কারখানার বিক্ষুব্দ শ্রমিকেরা মহাসড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করছে।

কারখানার কাটিং অপারেটর জান্নাত আরা বলেন, গত ৪/৫ দিন আগে তাকে উৎপাদন ফ্লোর থেকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। পরে স্বাক্ষর না দিলে তাকে জোর করে কারখানা থেকে বের করে দেয়। 

ফিনিশিং বিভাগের অপারেটর হাসিনা বেগম ও আবু বকর, সুইং অপারেটর জাহানারা বেগম ও তারেক মিয়া জানান, আজ (২৯ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে আসলে নিরাপত্তাকর্মীরা প্রায় ৪'শ শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেয়নি। পরে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। 

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সাহেব আলী পাঠান বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যেতে বললে কারখানার মালিক না আসলে তারা সড়ক থেকে যাবে না। কারখানার পক্ষ থেকে প্রশাসন বিভাগের প্রতিনিধি এসে তাদেরকে বুঝানোর চেষ্টা করছে।   

এ বিষয়ে জানতে চাইলে কারখানার বিভাগীয় প্রধান (মানব সম্পদ ও প্রশাসন) জাকির হোসেন খান সাংবাদিক পরিচয় শুনে পরে কথা বলবে বলে লাইন কেটে দেন। 


 

Bootstrap Image Preview