Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মিষ্টি ও নাস্তা খেয়ে অর্থমন্ত্রীর বাসা থেকে বিদায় নিলেন বিএনপি প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৪:৫৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সিলেটের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী । এ সময় তাকে মিষ্টি ও নাস্তা দিয়ে আপ্যায়ন করেন অর্থমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে দিকে নগরের ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন ইনাম আহমদ। সেখানে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. একে আবদুল মোমেন।

এ বিষয়ে ইনাম আহমদ চৌধুরী বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমার পছন্দের মানুষ। তার সঙ্গে শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনে কনিষ্ঠ হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি আমি এবার সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। শুনেই আমাকে স্বাগত জানান অর্থমন্ত্রী।

একাদশ সংসদ নির্বাচন সিলেটে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইনাম আহমদ চৌধুরী।

বিএনপির এ প্রার্থী বলেন, নির্বাচন ও সিলেটের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের কর্মজীবনের বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।

সূত্রে জানা যায়, ইনাম আহমদ চৌধুরী অর্থমন্ত্রীর সঙ্গে সিলেটের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে প্রায় ৪৫ মিনিট আলাপ-আলোচনা করেন। এ সময় ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে অর্থমন্ত্রীকে জানান। প্রার্থী হওয়ায় অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে মিষ্টি ও নাস্তা খেয়ে অর্থমন্ত্রীর বাসা থেকে বিদায় নেন তিনি।

Bootstrap Image Preview