Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার- ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার- ৪ আসনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকায় সর্বশেষ ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অত্র এলাকার বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ তার সমর্থকদের সাথে নিয়ে বর্তমান মহাজোট সরকার আওয়ামী লীগের দলীয় মনোনপত্র জমা করেছেন। এসময় তার মনোনয়নপত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এরপর বিকেল ৪টার দিকে কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আরেকটি মনোনয়পত্র জমা করেন তিনি।  
এদিকে আজ বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী হিসেবে মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও তার ছেলে মুঈদ আশিক চিশতী পৃথক পৃথকভাবে তাদের দলীয় সমর্থকদের সাথে নিয়ে যথাক্রমে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সহকারী  রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা করেছেন।

অন্যদিকে, গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শান্তিপদ ঘোষ তার দলীয় সমর্থকদের সাথে নিয়ে মৌলভীবাজারের সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও আগের দিন ২৭ নভেম্বর মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ছালাউদ্দিন তার মনোনয়নপত্র জমা করেছেন বলে স্ব-স্ব নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। 

 

এদিকে বিকেলে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক জুয়েল আহমেদ এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কমলগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার আশেকুল হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের হাতে মনোনয়ন পত্র তুলে দেন ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

Bootstrap Image Preview