Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুর কৃষিকর্ম নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


বীজ সংরক্ষণ, বীজতলা তৈরী, টার্কি মুরগী পালন, বালাইনাশক পদ্ধতির ওপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল পাঁচটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা উত্তরপাড়া বোরহান উদ্দিনের উঠানে কৃষকদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে টেংরা এলাকার অর্ধশতাধিক কৃষক, কিষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া আক্তার বন্যার পরিচালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন রাইস ফার্মিং সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান ড. অভিজিৎ সাহা, জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর সিরাজী, মোস্তাফিজুর রহমান, তেলিহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ইউপি সদস্য আইনুল হক, সফল টার্কি খামারী নূরুল ইসলাম নূরু, আহসান উল্লাহ প্রমূখ।

Bootstrap Image Preview