Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিএনপিতে যোগ দিলেন চেয়ারম্যানসহ অর্ধ শতাধিক আ.লীগ নেতা-কর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাটের অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী।

মঙ্গলবার রাত ৮টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন, বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সদ্য যোগদানকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, ‘ আমি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও যুবলীগের সন্ত্রাসী নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়। তাদের হামলায় আমি মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পরে ওই ঘটনার বিচার চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাইনি। উল্টো আমাকে ভুল স্বীকার করতে বলা হয়। এ জন্যই আমি আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে অর্ধ শতাধিক সহকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলাম।’

এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সারাদেশের মতো লালমনিরহাটেও নিজেদের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে। আজও অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে এসেছে।

Bootstrap Image Preview