Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ দিনে নরসিংদীতে মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগ ও বিএনপির প্রার্থীরা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বুধবার। সকাল থেকে সারাদেশে ৩০০ রিটার্নিং এবং ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়ন জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা। আর শেষ দিন নরসিংদীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা তারা হলেন:

নরসিংদী-১ আসন জেলা নিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর কাছে  আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়তপত্র জমা দিয়েছেন নজরুল ইসলাম হিরু। আর বিএনপির পক্ষ থেকে জমা দেন খায়রুল কবির খোকন।

নরসিংদী-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. দিলীপ আর বিএনপির পক্ষ থেকে ড. মঈন খান। 

নরসিংদী-৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব জহিরুল হক মোহন ও বিএনপির পক্ষ থেকে বর্তমান নরসিংদী সদর উপজেলার চেয়াম্যান আলহাজ্ব মনজুর এলাহী।

নরসিংদী-৪ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন এড. হুমায়ুন মজিদ ও বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে সাদেক হোসেন বকুল।

নরসিংদী-৫ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজু উদ্দিন আহমেদ রাজু ও বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক পাওয়া ইঞ্জিনিয়ার আসরাফুল ইসলাম।

এ সময় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা গণমাধ্যকর্মীদের বলেন, বিগত সময়ের চেয়ে উন্নয়ের দিক দিয়ে এই জেলা একটু দৃশ্যমান। তাই আগামী দিনে নৌকা প্রতীক বিজয় হলে সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে এগুলো বাস্তব হলে বাংলাদেশ একটি উন্নয়নের রুল মডেল হিসেবে গণ্য হবে।

এদিকে বিএনপির মনোনয়ন পাওয়া নরসিংদী ২ আসনের ড. মঈন খান গনমাধ্যম কর্মী সাইফুল ইসলাম রুদ্রকে জানান, দেশে সুষ্ঠু পরিবেশ মত একটি নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয় হবে। যা ইতিমধ্যেই বর্তমান ক্ষমতাশালীরা দেখেনি।

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে দুটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করাতে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন বলে প্রতিষ্ঠিত হবে। তাই সিইসি তার নিরপেক্ষতা বজায় রাখলে শান্তি-শৃঙ্খলা সম্পন্ন পরিবেশ তৈরী করলে নির্বিঘ্নে  ভোটাররা ভোট দিতে পারবে।     

Bootstrap Image Preview