Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ইমরান হাসান রাব্বী, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তাদের কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। 

আজ সকাল থেকে শেরপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আতিউর রহমান আতিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক (বর্তমানে কারাগারে) মো: হযরত আলী, একই দল থেকে তার মেয়ে ডা: সানসিলা জেবরিন প্রিংয়াংকা, মহাজোট থেকে আরেক প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন, বাম গণতান্ত্রিক জোট থেকে সদর উপজেলা সিপিবির সদস্য আফিল শেখসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 

এদিকে শেরপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ৩জন প্রার্থী- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিষ্টার মো: হায়দার আলী, ফাহিম চৌধুরী, মুখলেছুর রহমান রিপন ও অন্যান্য দলের প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন, বিএনপি থেকে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ অন্যান্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে গতকাল মঙ্গলবার শেরপুর-২ সংসদীয় আসনে আওয়ামীলীগের প্রেসিডিয়ামসদস্য বেগম মতিয়া চৌধুরী নকলা ও নালিতাবাড়ীতে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
 

Bootstrap Image Preview