Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলিন্ডারের ভেতর সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা!

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রাম নগরী থেকে খালি গ্যাস সিলিন্ডারের ভেতর করে পাচারের সময় ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৮ নভেম্বর) সকালে নগরের বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান, র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

আটককৃতরা হলেন-শরীয়তপুর জেলার নড়িয়া এলাকার এয়াকুব আলীর ছেলে মো. আনিস (৪০) ও বরিশাল জেলার কোতোয়ালী থানার রাধারচর এলাকার নজর আলীর ছেলে কামাল হাওলাদার (৪১)।

মো. মাসকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মেজর রবিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি দল বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি পিকআপসহ মো. আনিস ও কামাল হাওলাদারকে গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক গাড়িতে থাকা দুইটি খালি গ্যাস সিলিন্ডার থেকে মোট ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা। 

র‌্যাব-৭ সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, পিকআপটিতে মোট ২৮টি খালি গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে দুইটি সিলিন্ডারের ভেতর ইয়াবাগুলো লুকানো ছিল। একটি সিলিন্ডারে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা নেওয়া হয় এবং অন্যটিতে সদর এলাকা থেকে নেওয়া হয়।

তিনি আরও বলেন, এসব ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। এর আগেও বেশ কয়েকবার একই পদ্ধতিতে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে গেছেন তারা।

 

Bootstrap Image Preview