Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গা-২: মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগ ও বিএনপির প্রার্থী

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

আজ বুধবার বেলা ১টার দিকে সহকারী রিটানিং অফিসারের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন জীবননগর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান আবু মোৎ আঃলতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানসহ দুই দলের নেতাকর্মীগণ।

অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন  জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবু।

বুধবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সিরাজুল ইসলামের কাছে তিনি  মনোনয়ন পত্র জমা দেন। পরে তিনি সুষ্ঠ পরিবেশ ও ভোটররা যেন সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য রিটানিং অফিসারকে অনুরোধ জানান।

এসময় তার সাথে ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক খোকন খাঁন, সাংগাঠনিক সম্পাদক ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ , পৌর কাউন্সিলার হযরত আলী।

Bootstrap Image Preview