Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ-৩ আসনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর মনোনয়ন পত্র দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগের দলীয় প্রার্থী হিসাবে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গতকাল মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সাথে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুসের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় সুনামগঞ্জ জেলা আ'লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আ'লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, এলাকার আ'লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ, ২০০৮ সালে প্রথম বার ও ২০১৪ সালে দ্বিতীয়বারের মত আ'লীগের দলীয় প্রার্থী হিসাবে সুনামগঞ্জ-৩ আসনে এমপি নির্বাচিত হন এমএ মান্নান। একজন সৎ ও পরিচন্ন রাজনীতিবিদ হিসাবে প্রথম মেয়াদে সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও দ্বিতীয় মেয়াদে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বপালন করে আসছেন এমএ মান্নান এমপি।

অপরদিকে সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে (ধানের শীষ) মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শাহিনুর পাশা।

Bootstrap Image Preview