Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ত্রিমুখী লড়াইয়ে গাইবান্ধা-৫ আসন

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি   
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ (নৌকা) ডেপুটি স্পিকার অ্যাড.ফজলে রাব্বী মিয়া, বিএনপি (ধানের শীষ) ফারুক আলম সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল) গোলাম শহিদ রঞ্জু মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন সংগ্রহের পর এলাকায় প্রার্থীর লোকজন মিষ্টি বিতরণ করেন। এ আসনে এবার নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে।     

আজ বুধবার পর্যন্ত বিএনপির ৯ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে জেলা বিএনপির সদস্য ময়নুল ইসলাম শামীম, শিল্পপতি হাসান সরকার, নাজেমুল ইসলাম নয়ন, সাঘাটা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ফুলছড়ি থানা বিএনপির সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক, সেলিম আহম্মেদ তুলিপ, সাদিকুল ইসলাম উল্লেখযোগ্য।

এছাড়া সাঘাটা উপজেলা জাতীয় পার্টি (এ) সভাপতি, পরপর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম শহীদ রঞ্জু, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা এ্যাডভোকেট শাহ জামিল, সাঘাটা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক যোগেশ্বর বর্মণ মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন।

উল্লেখ্য, এ আসনে ১৯৭৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দশটি নির্বাচনে জাতীয় পার্টি পাঁচবার, আওয়ামী লীগ তিনবার ও বিএনপি দুইবার জয়ী হয়। এবারে সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৪৬ জন।

Bootstrap Image Preview