Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে উঠান বৈঠকে প্রতিমন্ত্রী চুমকি 

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০২:৪০ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০২:৪০ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে উঠান বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দলীয় পার্থী মেহের আফরোজ চুমকি এমপি।

বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।  

এসময় তিনি ওই ওয়ার্ডের বালীগাঁও এলাকার মধ্যপাড়া, পশ্চিমপাড়া, বড়বাড়ি, বাড়ইবাড়ি, মনসাতলায় ৫টি উঠান বৈঠকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃতীয়বারের মত নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।  

চুমকি বলেন, সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমূখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি ভূঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ, মোয়াজ্জেম হোসেন পলাশ, শফিউল কাদের নান্নু, মাজেদুল ইসলাম সেলিম, আশরাফুল আলম রিপন, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, বাদল হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আলী-আল-রাফু অমিত, ওয়াহিদ হাসান, মহিলা নেত্রী জুয়েনা আহমেদ, আমিরুন্নেছাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উঠান বৈঠকগুলোতে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।  
 

Bootstrap Image Preview