Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ সেলিম 

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় শেখ সেলিমের দু’পুত্র এফবিসিসিআই’এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রঞ্জিত কুমার গামা, হাসমত আলী সিকদার চুন্নু, কাজী লিয়াকত আলী লেকু, রফিকুল ইসলাম মিটু, মোক্তার হোসেন, সালাউদ্দিন পান্না, নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জি.এম. সাহাবুদ্দিন আজম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় ড. শেখ ফজলুল করিম সেলিম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

Bootstrap Image Preview