Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ৪ আসনে ৫৭ মনোনয়নপত্র সংগ্রহ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত  স্বতন্ত্র ১৯টি দলের ৫৭ জন সম্ভাব্য প্রার্থী রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত আওয়ামী লীগের ৫ জন, বিএনপি'র ৭ জন, জাতীয় পার্টির ৪ জন, জাতীয় পার্টি  (জাপা)-এর ৩ জন, তরিকত ফেডারেশনের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন, জাসদ এর ১ জন, ঐক্যফ্রন্টের ১ জন, সমাধান ঐক্য পার্টি (নিবন্ধনবিহীন)-এর ১ জন, সিপিবি'র ২ জন, বাসদ'র ৩ জন, ওয়ার্কাস পার্টির ১ জন, কৃষক-শ্রমিক-জনতা লীগের ১ জন, গণতন্ত্রী পার্টির ১ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১ জন, জাকের পার্টির ১ জন, গণফোরামের ১ জন, খেলাফত মজলিসের ১ জন, ইসলামী ঐক্যজোটের ১ জন এবং স্বতন্ত্র ১৭ জন সহ মোট ৫৭ জন মনোনয়নপত্র নিয়েছেন।

এরমধ্যে কুড়িগ্রাম-১ ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ৯ জন, কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ১৪ জন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৮ জন এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাবেক এমপি মোঃ জাকির হোসেন ও সাবেক উপেজলা চেয়ারম্যান আসলাম সওদাগর। কেন্দ্রীয় বিনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপি'র সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক ও সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোস্তাফিজুর রহমান এমপি, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, ডা. আক্কাছ আলী সরকার এমপি ও সাবেক রাষ্ট্রদূত মেজর (অব:) আশরাফ উদ দৌলা (তাজ)।

এছাড়া রয়েছেন ঐক্যফ্রন্টের মেজর জেনারেল ( অবঃ) আ.ম.সা.আ আমিন এবং স্বতন্ত্র প্রার্থী গণজাগরন মঞ্চের আহ্বায়ক এমরান এইচ সরকার প্রমূখ।

Bootstrap Image Preview