Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রতিমন্ত্রী চুমকি

সোহেল আহমেদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি মনোনয়ন জমা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম, এ্যাড. আশরাফী মেহেদী হাসান, আব্দুল গনি ভূঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম তোরণ, মোয়াজ্জেম হোসেন পলাশ. এবিএম তারিকুল ইসলাম, শফিউল কাদের নান্নু, আবুবকর চৌধুরী, মাজেদুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সিজু, মনিরুল আলম, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাদেকুর রহমান ভূঁইয়া, আলী-আল-রাফু অমিত, ওয়াহিদ হাসান, এমআই লিকন প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, তার বাবা শহীদ ময়েজউদ্দিন এ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৪ সালে  স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি কালীগঞ্জের মাটিতেই শহীদ হয়েছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করে তিনি এলাকার মানুষের জন্য কাজ করে চলেছেন। নারী ও যুব সমাজের ক্ষমতায়নে কাজ করছেন। আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়তে সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামোসহ সব ক্ষেত্রে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছেন। শিল্প-কারখানা স্থাপন ও কর্মসংস্থানে ভূমিকা পালন করছেন। অবহেলিত কালীগঞ্জে এখন একের পর এক স্থাপিত হচ্ছে শিল্প-কারখানা।

উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর জানান, এর আগে দুপুরে জাকের পার্টি থেকে দলটির ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম মাহমুদ সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

Bootstrap Image Preview