Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ে ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১ কোটি ১৮ লক্ষ ৭২ হাজার টাকার গরু বিতরণ করা হয়েছে। 

বিনামূল্যে গরু বিতরণ উপলক্ষে মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানের আয়োজন করে, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ড. মাখন দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। 

আলোচনা সভা শেষে অতিথিরা ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১ কোটি ১৮ লক্ষ ৭২ হাজার টাকার গরু বিতরণ করেন।

Bootstrap Image Preview