Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় হতাহত ২৩ পরিবারকে আর্থিক সাহায্য প্রদান

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ২১ পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধান অতিথি হিসেবে হতাহত পরিবারের প্রতিনিধির হাতে চেক তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমুখ।

নিহতের পরিবার ২০ হাজার, গুরুতর আহত ১০ হাজার ও আহত পরিবার ৫ হাজার করে আর্থিক অনুদান পান। সরকারের জিআর প্রকল্প থেকে এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা।

উল্লেখ্য, গত রবিবার সকাল পৌনে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলা গুনাইহাটি এলাকায় ক্রাউন সিমেন্টের লং লড়ির সাথে আলিফ লামমিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।    
 

Bootstrap Image Preview