Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠকবাজের শহরে তারা তিনজন   

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


ব্যাস্ত এই শহরে নিজ নিজ প্রয়োজনে প্রতিদিনই ছুটে চলে মানুষ। আর একে অন্যের কাছাকাছি পাশাপাশি চলতে দেখা যায় কিন্তু বোঝার কোন উপায় থাকে না যে, কার চরিত্র আসলে কেমন। এ জন্যই কিছু কিছু মানুষ প্রতিনিয়ত ঠকে।

এভাবে মানুষকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ আদায় করতে ব্যস্ত থাকে ঠকবাজ কিছু মানুষ। কিন্তু এভাবেই কি চলে একটা মানুষের সারাজীবন? আর এর শেষে পরিনতিটাই বা কি আসে? এমনই একটা গল্পের অবলম্বনে ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নির্মাণ করা হচ্ছে নাটক ‘উহ্ লা লা’।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার মুমতাহিনা টয়া,তৌসিফ মাহবুব, সাফা কবির সহ আরও অনেকে। প্রথমবারের মতো এই নাটকের মধ্য দিয়ে টয়া এবং সাফা কবির কে ব্যাতিক্রমী চরিত্রে দেখতে পারবেন দর্শক।

ব্রেভার এনার্জী ড্রিংস নিবেদিত নাটক ‘উহ্ লা লা’ প্রযোজনা করেছে ‘ধ্রুব এন্টারটেইনমেন্ট’। আগামী ২৯ নভেম্বর, বৃহস্পতিবার এই প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব’ টিভিতে প্রকাশ করবে নাটকটি।

Bootstrap Image Preview